নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সেই সাথে ছিনতাই হওয়া মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার কাউছার আলম ২০, অচিনতলা বালিয়া মাঠ বসুয়া এলাকার হেলালের ছেলে মীম ওরফে রাসেল ১৯ ও বহরমপুর ব্যাংক কলোনী এলাকার হায়দার আলী জুলমতের ছেলে ওয়ালিদ হাসান হিমেল ১৯। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহীর কর্ণহার থানার দারুসা এলাকার মুনতাজের ছেলে রাব্বি ওরফে বাপ্পী ও তার বন্ধু বুধবার ভোরে দরগা শরীফ থেকে নামায পড়ে পায়ে হেঁটে লক্ষীপুর মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের কাছে পৌঁছালে তিন যুবক তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের মারধর করে ও চাকুর ভয় দেখিয়ে কাছে থাকা ৮০০ টাকা এবং একটি স্যামসং মোবাইল কেড়ে নেয়। যার মূল্য সাড়ে ১১ হাজার টাকা। এরপর ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তারা রাজপাড়া থানায় গিয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পর রাজপাড়া থানার এসআই হারুন অর রশীদ অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে ও ছিনতাই হওয়া টাকা এবং মোবাইল উদ্ধার করে।
এজাহারে আরো উল্লেখ করা হয়, আসামীদের নির্দিষ্ট কোন পেশা নাই। তারা ওই এলাকায় চাঁদাবাজী করে।
এ বিষয়ে রাজপাড়া থানার এসআই হারুন বলেন, থানায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ছিনতাই হওয়া মোবাইল ও টাকাও উদ্ধার করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তারা ছিনতাই কর্মকা-ের সাথে জড়িত।
খবর২৪ঘণ্টা/এমকে