রাজশাহী মহানগরীতে ড্রেনের উপর ছাদ দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মিরাজ কামরান নামের একব্যক্তি। তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রাণীবাজার এলাকার শেখ আব্দুর রশীদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মিরাজ কামরানের রাণীবাজারে তার ভবনে স্ট্যান্ডার্ড ব্যাংক রাজশাহী শাখা বর্তমানে ভাড়া রয়েছে। তার ভবনের পেছনে তুলাপট্টির বড় ড্রেনের উপর কে বা কারা স্থায়ীভাবে ছাদ দিয়ে দোকান ঘর নির্মাণ করছে। অবৈধ স্থাপনা তার ভবনে থাকা ব্যাংকের জন্য বিপদজনক। যেকোনো সময় অপ্রিতীকর ঘটনা ঘটতে পারে। কারণ ভোল্ট দোকানের ছাদের পাশে অবস্থিত। তাই তিনি মেয়রের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন জানান।
এস/আর 8