নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ডিম ভর্তি একটি ভ্যানকে বেপরোয়া গতির মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান উল্টে সব ডিম ভেঙ্গে যায় ও ভ্যান চালক আহত হয়। রোববার দুপুরের দিকে নগরীর নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের দিকে সাহেব বাজার এলাকা থেকে একটি ডিম ভর্তি ভ্যান উপশহরের দিকে যাচ্ছিলো। পথে ভ্যানটি নিউমার্কেটের কাছে পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ধাক্কায় ভ্যানটি রাস্তার মধ্যে উল্টে গিয়ে সব ডিম ভেঙ্গে যায় ও চালক আহত হয়। ভ্যানে ৬ হাজার ডিম ছিলো। ডিম ব্যবসায়ী ডাবলুর কর্মচারী রহিদুল জানায়, ডিমগুলো নিয়ে যাওয়ার সময় একটি বেপরোয়া মাইক্রো ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখানে ৪৫ থেকে ৪৮ হাজার টাকার ডিম ছিল। এর মধ্যে এক হাজারের মত দিন ভালো আছে। আর বাকিগুলো ভেঙে গেছে। তবুও যে ডিমগুলো হালকা ভালো আছে সেগুলো বালতিতে নেওয়া হচ্ছে। আর নষ্টগুলো ফেলে দেওয়া হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা পরে রাস্তা পরিস্কার করে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।