নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ডিজেল ভর্তি ট্যাংক লরী উল্টে দীর্ঘ সময় ধরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নগরপাড়া সংলগ্ন সিটি বাইপাস রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাঘাবাড়ি থেকে ১৩ হাজার লিটার ডিটেল ভর্তি ট্যাংক লরী রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সিটি বাইপাস রোডে পৌঁছালে লরীর চাকা বাস্ট হয়ে লরীতে উল্টে যায়। এতে ট্যাংকি বাস্ট হয়ে তেল পড়তে থাকে ও রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যান পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ সময় পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। পরে পড়ে যাওয়া তেল থেকে ১০ ব্যারেল তেল তুলতে সক্ষম হয় কর্তৃপক্ষ। এ বিষয়ে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, রাত ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ট্যাংক লরীতে তেল নিয়ে যায়।
খবর২৪ঘণ্টা/এমকে