নিজস্ব প্রতিবেদক :
নগরীর সাহেব বাজারস্থ একটি চাইনিজ রেস্তোরায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে পর্যাপ্ত পানি নিস্কাশন ব্যবস্থা না থাকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি, ডেমোক্রেসি ইন্টারন্যাশল ও ইউকেএইড এর আয়োজনে বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, ডেমোক্রেসি ইন্টারন্যাশনারে বিভাগীয় প্রধান আফসানা বেবী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন, ১৩নং
ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, জিটিভি’র রিপোর্টার রাশেদ রিপন, জেলা মহিলা দলের সভাপতি রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলালীগের সভাপতি মর্জিনা পারভীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফা বেগম, মহানগর মহিলা লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেনসি ও ডিআই এর ফেলো সুরাইয়া সুলতানা। এছাড়াও নগরীর ১১,১২,১৩,১৫,১৬,১৯,২৬ ও ২৮ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের মহিলাদল ও মহিলীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর