নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকা থেকে রাজশাহীতে ছেড়ে আসা আন্তনগর ধূমকেতু ট্রেন থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী রেলওয়ে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স (৩৫)। গায়ের রং ফর্সা।
জানা গেছে, সকালে ঢাকা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। দুপুরে রেলস্টেশনে পৌঁছালে বগির উপরে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ দেখতে পেয়ে জিআরপি থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিভাবে বা কোথায় তার মৃত্যু হয়েছে তা কেউ জানাতে পারেনি।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানা পুলিশ জানায়, লাশটি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে