নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে রিজিয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোড় সংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি নগরীর ডিঙ্গাডোবা সংলগ্ন রেলক্রসিংয়ে পৌঁছালে তার নিচে কাটা পড়েন রিজিয়া নামের ওই বৃদ্ধা। পরে স্থানীয়রা জিআরপি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে
পাঠায়। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত না করেই হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ ওসি সাইদ ইকবাল বলেন, অসাবধনতাবশত রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ডিসি স্যারের অনুমতিতে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আর/এস