নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে জিন্নাত আলী নামের একব্যক্তি নিহত হয়েছেন। তিনি নগরীর শাহমখদুম থানার কুটিপাড়া এলাকার আবুল সরকারের ছেলে।রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মাস্টার রোলে চাকুরী করতেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জিন্নাত সোমবার সকালে ডিঙ্গাডোবা মিশন মোড় সংলগ্ন রেল লাইন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার হাত ও পা ভেঙ্গে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা/এমকে