ট্রেনে কাটা পড়ে রাজশাহীতে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার মোজাম্মেলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ওই যুবকের নাম মো. ভুট্টু (৩০)। তিনি মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড়ের মো. মন্টুর ছেলে।
রাজশাহী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন যে, নিহত যুবক ভুট্টু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ট্রেন আসতে দেখে কোনো কিছু বুঝে উঠতে না পেরে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েছিলেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখন নিহতের মরদেহ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিএ..