নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাকনহাট রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ডিজেল চুরির সময় আশেক আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী র্যাব ৫-এর একটি দল। এ সময় উদ্ধার করা হয় ৯৫ লিটার ডিজেল। এসময় ডিজেল চুরির সাথে জড়িত রেলকর্মীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রাজশাহীর কাকনহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আশেক আলী কাকনহাট গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
র্যাব ৫-এর রাজশাহী সিপিএসসির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ৫৬৪ ডাউন ট্রেনটি রাত পৌনে ১২টায় রাজশাহীর কাকনহাট রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় আশেক আলী ও তার সহযোগীরা রেল কর্মচারীদের সহযোগিতায় পাওয়ারকার থেকে পাইপ লাগিয়ে ডিজেল চুরি শুরু করেন।
এ সময় র্যাবের দলটি গিয়ে আশেক আলীকে তিনটি ডিজেলভর্তি জারকেনসহ গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় রেলকর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে আশেক আলীকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে সরকারি মালামাল চুরির অভিযোগে মামলা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন