নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ট্রাফিক অফিস থেকে ফিরে যাওয়ার পথে অতর্কিতভাবে হামলা চালিয়ে জয় কুমার (৩২) নামের এক ট্রাফিক পুলিশ সদস্যকে দা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি আরএমপির ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন। আহতবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ি বগুড়া জেলায়। আরএমপির ট্রাফিক বিভাগের ট্রাফিক পরিদর্শক-১ মোফাক্কারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার ট্রাফিক পুলিশ সদস্য ভেড়িপাড়া মোড়ে চেকপোস্টে ডিউটি করছিল। চেকপোস্টে জব্দ করা একটি মোটরসাইকেল ট্রাফিক অফিসে
রেখে ফিরে যাওয়ার পথে চিড়িয়াখানার সামনের রাস্তায় পৌঁছালে একব্যক্তি তাকে দা দিয়ে এলোপাথাড়িভাবে মাথায় কোপ দিয়ে সাথে থাকা হেলমেট নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। কেন তার উপর এভাবে হামলা করা হলো তা বোঝা যাচ্ছেনা। হামলাকারী পাগল বলে মনে হচ্ছে। হামলাকারীকে না ধরতে পারলে প্রকৃত তথ্য জানা যাবে না। হামলাকারীকে আটকের চেষ্টা চলছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর/এস