নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আকাশ ২২ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বোয়ালিয়া থানার শাহমখদুম কলেজের পেছনের পাতানির মাঠ এলাকার তাজের ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আকাশ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি তালাইমারী মোড়ের কাছে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী আকাশ গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ রামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের কতব্যরত পুলিশ কন্সটেবল হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এসে একজন হাসপাতালে মারা গেছে।
খবর২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।