রাজশাহী মহানগরীর অদূরে পবা থানাধীন নওগাঁ-রাজশাহী মহাসড়কে ড্রাম ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত ট্রলি হেলপার রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা খোকন। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী নওগাঁ মহাসড়ক আমান কোল্ড স্টোরের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর পবা থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা জানান, সোমবার বিকেলে রাজশাহী থেকে মোহনপুর এর দিকে একটি ডামট্রাক যাচ্ছিল। পথে ট্রাকটি আমানা কোল্ড স্টোরের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ও একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এস/আর