রাজশাহী মহানগরীর শিরোইল কলোনির বাফার সার গোডাউনে অনভিজ্ঞ চালকের ট্রাক চাপায় রিপন (২১) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোডাউনটির লোডিং-আনলোডিং পয়েন্টে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রিপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলগেট এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে মহানগরীর চন্দ্রিমা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন শনিবার বিকেলে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেট্রো ট-০২-০৯৫৩ নম্বরের একটি খালি ট্রাক বাফার সার গোডাউন থেকে মালামাল লোড করার উদ্দেশ্যে পেছনের দিকে নিচ্ছিল। আর সেই ট্রাকটির চালক অনুপস্থিত থাকায় ড্রাইভিং করছিলেন হেলপার নাছিম (২৫)। এমন সময় ঢাকা মেট্রো-ট-১৮-১৭৯২ নম্বরের অপর একটি ট্রাকের মালামাল নামানোর কাজে ব্যস্ত থাকা রিপনকে ধাক্কা লাগলে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় রিপনের ট্রাক চালক রাসেল দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।
ওসি বলেন, ঘাতক ট্রাকটির চালক নাসিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আর নিহত রিপনের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ট্রাক চালক রাসেলের দাবি, একজন অনভিজ্ঞ হেলপারকে দিয়ে ট্রাকটি চালানোর কারণেই আমার গাড়ির হেলপারের অকাল মৃত্যু হয়েছে।
এস/আর