নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকায় ট্রাক চাপায় মাহাবুব আলম (৩৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আলম পাবনার ঈশ্বরদী উপজেলার বাগরাণ গ্রামের পশ্চিমপাড়ার ওমেজ আলীর ছেলে। তিনি নগরের সুলতানাবাদ এলাকায় ভাড়া থাকতেন। আলম পেশায় ফার্নিচার মিস্ত্রি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে একটি ট্রাক সার বোঝাই করার জন্য শিরোইল কলোনি চার নম্বর গলিতে থাকা গোডাউনে যাচ্ছিল। পথে ওই বাইসাইকেল আরোহী আলমকে
চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। আলম সাইকেল চালিয়ে নিউমার্কেট এলাকা থেকে শিরোইল কলোনির দিকে যাচ্ছিলেন।
এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার হেলপার পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলমের পরিবারের সদস্যদের কাছে লাম হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।