নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার বাহাদুরের ছেলে সাগর (২৪), মিঠুর ছেলে রকি (২৬) ও স¤্রাটের ছেলে সাদিকুল (২২)। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আলী আরিফ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি ট্রাক নগরীর কাশিয়াডাঙ্গা থেকে রেলগেটের দিকে যাচ্ছিলো। পথে ট্রাকটি কোর্ট স্টেশন এলাকায় পৌঁছালে রেলগেটের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরাসাইকেলে থাকা তিনজনের মধ্যে দু’জন ঘটনাস্থলেই নিহত হয় ও পরে রামেক হাসপাতালে একজনের মৃত্যু হয়। পরে ওই ট্রাকের চালককে আটক করা হয় ও ট্রাকটি জব্দ করা হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস