নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ট্রাকচাপায় মাইনুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি আরএমপির বেলপুকুর থানার তাড়াশ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। মঙ্গলবার সকালে নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার ভোরে বালু শ্রমিক মাইনুল কাজ করছিলেন। এসময় একটি
বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নগরীর মতিহার থানায় নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ট্রাক সনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমকে