নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় আমজাদ হোসেন (৬৫) নামের এক বাজারের নাইটগার্ড নিহত ও মাতাব হোসেন নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। নিহত নাইটগার্ড নগরীর মতিহার থানার পূর্বপাড়া এলাকার মৃত তমিজের ছেলে। আহত রিক্সাচালকের বাড়ি রাজশাহী চারঘাট উপজেলায়। শনিবার রাত সাড়ে তিনটার দিকে নগরীর বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে। আরএমপির মতিহার থানার উপ পুলিশ পরিদর্শক সুকান্ত জানান, শনিবার রাত সাড়ে তিনটার দিকে নাইট গার্ড আমজাদ রাস্তার পাশে এক রিক্সা চালকের সাথে গল্প করছিলেন। এ সময় একটি
বেপরোয়া গতি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে রিক্সাচালক ছিটকে রাস্তায় পড়লেও ওই নাইট গার্ড কে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিকশাচালক গুরুতর আহত হয় ভেঙ্গে চুরমার হয়ে যায়। পরে আহত কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসআই সুকান্ত আরো জানান, ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি। কারণ তার নাম্বার কেউ বলতে পারছে না। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।
এমকে