নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালিতে ট্রাক ও যাত্রীবাহী ইমা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে হালিমা বেগম (২২) নামের এক নারী নিহত ও নারীসহ আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ঠিকানা পাওয়া যায়নি। আহতরা হলেন, হাসিবুল, শহিদ, ওয়াহেদ, জিয়ারন, বাহাতুন, সারেজান, রেহেনা ও আসিরুল। বাকিদের নাম পাওয়া যায়নি।
আহতরা জানান, বৃহস্পতিবার বিকেলে তারা ইমা গাড়ীতে যাচ্ছিলেন। পথ তারা কাটাখালি পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। হালিমা সহ অন্তত ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্স জানায়, হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়ার আগেই এক নারীর মৃত্যু হয়েছে। আহতদের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে