নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (৫০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে আবুল হোসেন আবুল হোসেন নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে কাশিয়াডাঙ্গা মোড়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি রায়পাড়া রাস্তার কাছে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী শহরের দিকে যাওয়া একটি ট্রাক তাকে চাপা
দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।