নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ইট ভর্তি ট্রলির উপর ট্রাক উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রলির সামনের অংশটুকু দুমড়ে-মুচড়ে গেছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে হাট বানেশ^রের দিক থেকে আসা একটি ট্রাক নগরীর নওদাপাড়ার দিকে যাচ্ছিলো। পথে ট্রাকটি খড়খড়ি মোড়ে
পৌঁছালে রামচন্দ্রপুরের দিক থেকে একটি ট্রলি খড়খড়ি মোড়ে উঠতে গিয়ে ট্রলিটির সামনের অংশের দিকে ট্রাকটি উঠে যায়। তবে ট্রলিটি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাক চালক ও ট্রলি চালক দু’জনের ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাক ও ট্রলিটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।
আর/এস