নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় সাইক্লোন আম্পানের প্রভাবে ঝড়-বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রচন্ড ঝড় বৃষ্টিপাত হয়। এ পুরো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ঝড় ও বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হলেও বেশি ক্ষতি হয়েছে আমের। দীর্ঘ সময়ের ঝড়ে ফজলি, ল্যাংড়া, গুটি ও লখনা আম প্রায় ১৫ শতাংশ পড়ে গেছে। এতে প্রায় চাষীদের ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যান্য ফসলের তেমন ক্ষতি হয়নি। বোরো ধান প্রায় ৪০ শতাংশ মাঠে রয়েছে। এ ধান হেলে পড়ে গেছে ও পানি জমে গেছে। রোদ পড়লে তেমন ক্ষতি হবেনা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক বলেন, রাজশাহীতে ঝরে ১৫ শতাংশ আম পড়ে গেছে আর বোরো ধান ৬০ শতাংশ কাটা হলেও বাকি ৪০ শতাংশ বাতাসে হেলে গেছে। ধানের ক্ষতি হতে পারে। পান বরজের তেমন ক্ষতি হবে না। লিচুর ক্ষতি হবে না বলে মনে করা হচ্ছে। এবছর রাজশাহী জেলায় ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১০ হাজার মেট্রিক টন। ১০০ কোটি টাকার ক্ষতি হতে পারে। বিষয়টি রিপোর্ট করা হয়েছে সরকারের কাছে।
এমকে