নিজস্ব প্রতিবেদক :
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ঝুম বৃষ্টিপাত ও ঝড় হয়েছে। হঠাৎ বৃষ্টি ও ঝড় হওয়ায় পথচারীরা বিপাকের মধ্যে পড়েন। মঙ্গলবার বিকেল ৪টা থেকে বৃষ্টিপাত শুরু হয়। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিক থেকে রাজশাহীর আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। এর কিছুক্ষণ পর শুরু হয় বাতাস।
বৃষ্টি শুরু হওয়ার আগেই বিদ্যুৎ চমকাচ্ছিলো। বিকেল ৪টা থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হওয়ায় পথচারীরা সমস্যার মধ্যে পড়েন। উল্লেখ্য, এপ্রিল মাসের শুরু থেকেই প্রায় রাজশাহীতে বৃষ্টি ও ঝড় হচ্ছে। বিকেল ৪টা ১০ মিনিট ধরে বৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হালকা বৃষ্টিপাত হচ্ছিলো ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।
খবর ২৪ ঘণ্টা/আর