সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে মা ইলিশ আহরণে বিরত থাকা ৩৯০ জেলে পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নগর ভবন চত্বরে মহানগরীতে নিবন্ধিত জেলেদের প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে চাল বিতরণ করেন রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহাদত হোসেন শাহু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ। উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন প্রমুখ।
এস/আর