নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী থেকে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাতকুন্ডি গ্রামের এরশাদ মোড়লের ছেলে কামাল হোসেন (৪৫) ও
মানিকচক গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামের নের্তৃত্বে র্যাবের একটি দল গোদাগাড়ী উপজেলার নিজ নিজ গ্রাম থেকে জেএমবির সক্রিয় সদস্য কামাল ও সাইফুলকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
আর/এস