নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও জেলায় জামায়াত, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলো, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, মহানগর যুবদলের সহসভাপতি ময়নুল হক (৪৭), পুঠিয়া পৌর শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ওরফে কমল (২৭) এবং পুঠিয়া থানা যুবদলের সদস্য আব্দুল গফফার (৩৫)।
রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক বলেন, পুঠিয়া থানা পুলিশ শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর কলাবাগান এলাকার নিজ বাসা থেকে আবু মোহাম্মদ সেলিমকে আটক করে। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া যুবদলের সহসভাপতি ও অন্যান্য নেতাকর্মীদেরও তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধেও মামলা রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।