রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী ও মহানগর জামায়াতের মজলিসে একজন শুরা সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেল হুমায়ুন কবির (৫৫)।
পুলিশ জানায়, আজ বুধবার ভোর সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা
পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ধরমপুর এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী হুমায়ুন কবিরকে আটক করে। আসামীকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর