নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা জামায়াতের সাবেক নেতা রফিকুল ইসলাম বকুলকে নাশকতার মামলায় আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট থানাধীন বায়াবাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নওহাটা পৌরসভা ৭ নং ওয়ার্ডের সাবেক নেতা রফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। এ বিষয়ে জানতে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশিদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, রাজশাহীর নওহাটা থেকে জামায়াতের নেতা বকুলকে ডিবি পুলিশ নাশকতার মামলায় আটক করেছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা ছিল।
খবর২৩ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।