নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মো. সেলিমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
নায়েবে আমির সেলিমের ছেলে মো. কাফি বলেন, তাঁর বাবাকে রাত ১০টার দিকে রাজশাহী নগরের কলাবাগান এলাকার বাসা থেকে সাদাপোশাকের একদল পুলিশ তুলে নিয়ে যায়।
এদিকে মতিহার থানার জামায়াতের আমির ওয়ালিউল ইসলাম খানকে রাত নয়টার দিকে রাজশাহী নগরের মতিহার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন খান জানান, নাশকতার মামলায় ওয়ালিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইফতে খায়ের আলম জামায়াতের এই দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।