1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে জাপান-বাংলাদেশ মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে আলোচনা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

রাজশাহীতে জাপান-বাংলাদেশ মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে আলোচনা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের প্রত্যেকটি জেলা প্রফেশনায় ট্রেইনিং ইনস্টিটিউট খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে অনেক পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে উঠেছে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে প্রফেশনাল ট্রেইনিং ইনস্টিটিউট খোলা হবে।শনিবার রাতে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ভিউজ এক্সচেঞ্জ অন কোয়ালিটি এডুকেশন শিরোনামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রাজশাহীতে জাপান-বাংলাদেশ মৈত্রী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা হয়।রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন

আকতার রেনী। সম্মানিত অতিথি ছিলেন জাপানের কিউসু ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. অ্যাডমুন্ড সুজি ওতাবে। জাপানের ইউনিভার্সিটি অব ইকোনোমিক্স এর অধ্যাপক ড. মোখলেছুর রহমান বেসিক এডুকেশন অব বাংলাদেশ ওয়ান আইডেনটিটি ওয়ান ভিশন’ শীর্ষক কি-নোট উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তানভিরুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ড. অলীউল আলম, রাজশাহী শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নুরুল আলম, কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমারসহ বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকবৃন্দ,অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সেমিনারে দুই দেশের ইতিহাস-ঐতিহ্য, স্বাধীনতা ও উন্নয়ন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

খবর ২৪ ঘণ্টা/আরএস 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team