নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৪৭ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ রোববার বেলা ১১ টার দিকে উদ্বোধন করা হয়েছে। নগরীর শারিরীক শিক্ষা কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এমপি কেরামত আলী, রাজশাহী সিটি
কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আলমগীর, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান ও এ ছাড়াও বিভিন্ন শিক্ষাবোর্ডের
চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা। জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে ৮০টি স্কুলের ৫২৮ জন ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে। ফুটবল, হ্যান্ডবল-কাবাডি, সাঁতার, ছাত্রছাত্রী। ভেন্যু-শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
খবর ২৪ ঘন্টা/এমকে