নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ আলোচনা সভা শুরু হয়।
এসময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আজম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল অলি আহমেদ (বীর বিক্রম), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবির ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক।
রাজশাহী মহানগর এডিপি’র সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুজ্জামান (ডাবলু) সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল অলি আহমদ বলেন,
এলডিপি রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আজম জুয়েল বলেন, ‘১৯৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছিল। সেখান থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল সেদিন থেকেই এদেশের স্বাধীনতা আবারও পুনর্জীবিত হয়েছিল। এখন আবারও বাংলাদেশে রাজনৈতিক, অরাজনৈতিক একটি মহল দেশকে বিশৃঙ্খলা করার জন্য পায়তারা চালাচ্ছে, আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এ দেশ আমার-আপনার, আমরাই এদেশকে নতুনভাবে গড়ে তুলবো। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি রাজশাহী অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় প্রায় দেড় শতাধিক নেতাকর্মী এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিএ..