রাজশাহী মহানগরীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মুজিববর্ষের প্রতিশ্রতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি প্রতিপাদ্য আজ বুধবার এ দিবসটি পালিত হয়েছে। নগরীর বুলনপুর জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এর সহযোগীতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের অগ্নি-প্রতিরোধ, নির্বাপন, উদ্ধার ও ভূমিকম্প বিষয়ক মহড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। অতিথি ছিলেন, বিভাগীয় জেলা তথ্য অফিস রাজশাহীর উপ-পরিচালক নাফেয়াল নাসরিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
রাজশাহী সদর দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রশিদ, উপসহকারী পরিচালক মো: জাকির হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলার রুহুল আমিন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সেবাষ্টিয়ান-পিউরীফিকেশন, কারিতাসের লুসিয়া মার্চি, জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো: ফারুক। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। মহড়ায় অগ্নি-প্রতিরোধ, নির্বাপন, উদ্ধার ও ভ‚মিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এস/আর