আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী (বিএনপি) শ্রমিকদল রাজশাহী জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মো.রুকুনুজ্জামান আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড.মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান বক্তা ছিলেন, রাজশাহী বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শাহিন সৈকত খালেক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম মার্শাল, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম (রফিক),রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, ও জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগরের সভাপতি রফিকুল ইসলাম পাখি প্রমুখ।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে একটি মিছিল বের করেন।
বিএ/