নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের মারামারিতে নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত আনিস সর্দারের ছেলে আফজাল (৪৫), আফজালের ছেলে শাওন (২২), আফজালের মেয়ে শারমিন (২৩), আফজালের স্ত্রী নিরা (৪০) এবং অপরক্ষে আহত ব্যক্তি ওই এলাকার এলাহি বক্সের ছেলে মিরাজ (৪০)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবির বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে দুই পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। দুই পক্ষের ৫ জন হাসপাতালে ভর্তি হওয়ার কথা নিশ্চিত করেছে রামেক হাসপাতাল পুলিশ বক্স।
আর/আর