নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা জনগনের মুখোমুখি হয়েছেন। রোববার নগরীর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী এবং ১৮ নং ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ মুখোমুিখ হন একই মঞ্চে। ভিন্ন দুইটি স্থানে অনুষ্ঠিত কাউন্সিলর প্রার্থীদের অনুষ্ঠানে জনতার ঢল নামে। কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
সুজন-সুশাসনের জন্য নাগরিক রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে ১৬ নং ওয়ার্ডের বউবাজার মালদা কলোনী মাঠে এবং ১৮নং ওয়ার্ডের আলিফলাম মীম ভাটার মোড়ের পাশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া ১৬নং ওয়ার্ডের জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সুজনের সমন্বয়কারী মো. আসির উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শশাঙ্ক বরণ রায়। ১৮ নং ওয়ার্ডে সুজনের সদস্য খাজা খালেদ সিজার স্বাগত বক্তব্য রাখেন। সুজনের আরেক সমন্বয়কারী সুব্রত পালের সঞ্চালনায় সভাপতিত্ব করে সুজনের রাজশাহী জেলা কমিটির সহসভাপতি মো. আমানুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন সুজন জেলা সহসম্পাদক অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক ।
অনুষ্ঠান দুটিতেই উপস্থিত জনগণ প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থীদের কাছে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান। এছাড়াও মশক সমস্যা, মাদকাসক্তির ও মাদকের অবাধ বিপণন, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা, ডাস্টবিন সমস্যা, বিদ্যুৎের লোডশেডিংসহ ভোল্টেজ সমস্যা, খেলার মাঠ না থাকাসহ এলাকার বিভিন্ন সমস্যা বিষয়ক বিষয় নিয়ে প্রশ্ন করেন কাউন্সিলর প্রার্থীগণ তাঁদের বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত এবং জনঅংশগ্রহণমূলক কর্পোরেশনে পরিণত করারও ঘোষণা দেন। কাউন্সিলর নির্বাচিত হলে খাদ্য, বস্ত্র ,স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ সকল মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত করতে এলাকার মানুষকে সংগঠিত করে কাজ করার কথাও বলেন।
“জনগণের মুখোমুখি কাউন্সিলর প্রার্থী” অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থী মো. নজরুল ইসলাম, মো. কাব্বার আলী, বেলাল আহম্মেদ, সৈয়দ মন্তাজ আহমেদ, মোসা. মাজেদা বেগম, মোসা. নাজরিন আক্তার এবং ১৮ নং ওয়ার্ডে মো. আব্দুল মোমিন ওয়াহিদ হিরো, মো. মাসুদ, মো.রন, মো. শহিদুল ইসলাম, সংরক্ষিত নারী ওয়ার্ডে মিসেস সুফিয়া ইসলাম এবং মোসা. পারভীন বেগম বক্তব্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সকল প্রার্থীগণ সুজন প্রণীত ১৩ দফা অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন এবং জনগণের সামনে কাউন্সিলর প্রার্থীগণ একে অপরের হাতে হাত রেখে সংহতি প্রকাশ করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।