1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার, চক্রের ৪ সদস্য আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার, চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ী থেকে চালককে মারধর করে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার ও চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার আব্দুস সামাদ কালু (৪৫), কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার টমাস (৩৫), গুড়িপাড়া কাশিয়াডাঙ্গা থানার এলাকার জহরুল ইসলাম (৩৬) এবং গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর গ্রামের মাসুদ আলী (২৫)। রোববার দিবাগত রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল তাদের আটক করে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক জানান, চলতি মাসের গত ১ অক্টোবর গোদাগাড়ীতে মন্টু (১৫) নামের এক চালককে

সন্ধ্যার দিকে বউ দেখতে যাওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায় ছিনতাই চক্রের সদস্যরা। এরপর চালককে মারধর করে মৃত ভেবে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। ওই রাস্তা দিয়ে যাওয়া এক রিক্সা চালক তাকে পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দিলে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর মন্টু গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেয়। এরপর পুলিশ ছিনতাইকারীদের মধ্যে প্রথমে টমাসকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একে একে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অটোরিক্সার রং পরিবর্তন করেছিল তারা। সোমবার আদালতে উপস্থিত করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team