নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছ নগর ছাত্রদল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয়।
জানা গেছে, নগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে মিছিলটি আর এগোতে পারেনি। যার কারণে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নগর বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান ও অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানানো হয়। মুক্তি না দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে