নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে পুলিশ নাশকতার মামলায় ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে, নগরীর শাহমখদুম থানা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ডলার ও আরো তিন নেতাকর্মী। বাকি তিনজনের নাম পাওয়া যায়নি। নাশকতামর মামলায় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার
অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ছাত্রদলের নেতা বলে কাউকে আটক করা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ সেপ্টেমবর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ রয়েছে।
আর/এস