1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ছয়টি আসনে ৫৮ জনের মনোনয়নপত্র দাখিল - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

রাজশাহীতে ছয়টি আসনে ৫৮ জনের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে রাজশাহীতে রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। রাজশাহীতে সংসদীয় ছয়টি আসনে মোট ৫৮ টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

বেলা ১১টার দিকে রিটার্নং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নৌকার টিকিট বঞ্চিত রাজশাহী-৩ আসনে এমপি আয়েন উদ্দিন। এ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১১ জন।
একই সময় রাজশাহী-৫ আসনে পুঠিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবার নৌকা বঞ্চিত এমপি ডা. মনসুর রহমান। তিনি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবাইদুর রহমানসহ সাতজন।

বেলা ১১টার দিকে বাগমারায় সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন নৌকার টিকিট বঞ্চিত এমপি এনামুল হক। এ ছাড়াও বিকেলে নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির প্রার্থী আবু তালেবসহ সাতজন মনোনয়নপত্র জামা দিয়েছেন।

দুপুরের পর রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন রাজশাহী-১ আসনের তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়শা আক্তার জাহান ডালিয়া, চিত্রনায়িকা মাহিয়া মাহি, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানি ও আখতারুজ্জামান আখতার। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে গোদাগাড়ীতে মনোনয়নপত্র দাখিল করেন বিএনএম প্রার্থী সামসুজ্জামান বাবুসহ ১১ জন ।

এছাড়াও রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রাজশাহী সদর আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী কামাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলীসহ ১৩ জন প্রার্থী।

অপরদিকে, রাজশাহী-৬ আসনের বাঘায় মনোনয়নপত্র জমা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি ছাড়াও চারঘাটে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এমপি রায়হানুল হক রায়হানসহ ৯ জন।

রাজশাহী জেলা প্রশসক ও রিটানিং অফিসার শামীম আহমেদ জানান, ছয়টি আসনে মনোনয়নপত্র উত্তোলন করা হয় ৬৪টি। তবে জমা পড়েছে ৫৮টি মনোনয়নপত্র। এর মধ্যে দুইটি মনোনয়নপত্র জমা পড়েছে অনলাইনে।

তিনি জানান, রাজশাহী-১ আসনে ১১টি, রাজশাহী-২ আসনে ১৩টি, রাজশাহী-৩ আসনে ১১টি, রাজশাহী-৪ আসনে ৭টি, রাজশাহী-৫ আসনে ৭টি ও রাজশাহী-৬ আসনে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ২০২৪ ।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST