নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে চলতি মাসের ২৭ এপ্রিল সকাল ৭ টার দিকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও ২ জনকে আটক করেছে পুলিশ। অটোটি বনগ্রাম বাগানপাড়া এলাকার সাইদুর চুরি করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রান্তিকপাড়া এলাকার বাবুর কাছে বিক্রি করে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, চোর সাইদুর অটোরিকশাটি খুব সকালে চুরি করার পর সেটি নিয়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাবু নামের একজনের কাছে বিক্রি করে। পরে অটোরিক্সার মালিক শাহমখদুম থানায় একটি অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পরে চোরকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা উদ্ধার ও ক্রেতা বাবুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।