রাজশাহী মহানগরীতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার ও এ ঘটনায় জড়িত ৩ জনকে পৃথক পৃথক স্থান থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার চারঘাট থানার খুদির বটতলা গ্রামের ইদ্রিসের ছেলে শিমুল, পুঠিয়া থানার কৃষ্ণপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও নগরীর রাজপাড়া থানার কোর্ট ঢালুর মোড় এলাকার বাসিন্দা মিন্ট মণ্ডল (৪২)। গত শুক্রবার (২১ মে) দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চলতি মাসের ১৫ মে দুপুরে নগরীর রাজপাড়া থানার কোর্ট ঢালুর মোড় থেকে একটি অটোরিক্সা চুরি হয়। এরপর অটোরিক্সার মালিক নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চুরির ঘটনা ধরা পরে এবং আসামীকে সনাক্ত করে। পরে রাজপাড়া থানা পুলিশের একটি দল ২১ মে দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানার খুদির বটতলা গ্রামে অভিযান চালিয়ে শিমুলকে নগরের বোয়ালিয়া থানার মনিচত্বর থেকে গ্রেফতার করে। আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চোরাই অটেরিক্সাটি মিন্টু মণ্ডলের সহায়তায় শরিফুল
ইসলামের কাছে বিক্রি করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে। আসামী শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ২টার দিকে পুঠিয়া থানা এলাকা হতে চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয় এবং অপর আসামী মিন্টু মণ্ডলকে রাজপাড়া থানার কোর্ট ঢালুর মোড় তার বাড়ী থেকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
এস/আর