রাজশাহীতে চিরকুটে ৪জনের নাম লিখে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যা আগে যে চারজনের নাম চিরকুটে লেখা হয়েছে তাঁদের মৃত্যুর জন্য দায়ী করেছেন তিনি। নিহত যুবকের নাম মারুফ হোসেন আকাশ (২২)।
তিনি রাজশাহীর কাটাখালী থানার কুখণ্ডি এলাকার আবু তালুকদারের ছেলে। পুঠিয়ার বানেশ্বর কলেজে সমাজকর্ম বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন মারুফ।
চিরকুটে তিনি রবিন, হৃদয়, সজল ও জুয়েল নামে চারজনের নাম লিখেছেন। এঁদের নামের নিচে লিখেছেন- (আমার মৃত্যুর জন্য দায়ী)। আরও লিখেছেন,মা আমাকে মাফ করে দিস। মুন্নি আমি তোকে অনেক ভালবাসি। ভালো থাকিস তুই সুখে থাকিস।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন,খবর পেয়ে থানা পুলিশ নিজ ঘরে থেকে কলেজছাত্র মারুফের লাশ করে। একটি চিরকুট পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন,পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে ৪ জন যুবক মারুফের মোবাইল ফোন কেড়ে নিয়েছে। শুক্রবার সকালে মোবাইল ফেরত চাইতে গেলে তাঁকে মারধরও করা হয়েছে। দুপুরে বাড়ি ফিরে মারুফ তাঁর ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত চলছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (রামেকের) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিএ/