নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুরে চিকিৎসা করাতে এসে মাদকসেবীর কাছে সর্বস্ব খোয়ানো নারীকে অর্থ ও গরম দিয়ে সহায়তা করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আব্দুল হাই ওই নারীকে অর্থ সহায়তা করেন।
জানা গেছে, বুধবার বিকেলে মেহেপুর জেলার মুজিব নগর থানার আনন্দবাগ গ্রাম থেকে খালেছা (৩৫) নামের এক নারী তার স্বামী আশরাফুলকে চিকিৎসা করাতে রাজশাহীতে নিয়ে আসেন। এ সময় তার বস্তার মধ্যে থাকা বিছানাপত্র ও গরম কাপড় রেখে হাসপাতালের ভেতরে প্রবেশ করলে এক মাদকসেবী কৌশলে সেগুলো নিয়ে পালিয়ে যায়। সেগুলো হারিয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আব্দুল হাইয়ের কাছে তারা অভিযোগ দেয়।
অভিযোগ পেয়ে তিনি আশেপাশে খোঁজাখুজি করে হারানো জিনিসপত্র উদ্ধার করতে না পেয়ে ৩টি কম্বল ও ২ হাজার টাকা ব্যবস্থা করে তার হাতে চিকিৎসার জন্য তুলে দেন।
এ বিষয়ে এএসআই হাই বলেন, হারানো জিনিস উদ্ধার করতে না পেরে তাকে ৩টি কম্বল ও সবাই মেলে ২ হাজার টাকা সহায়তা করেছি।
খবর২৪ঘণ্টা/এমকে