নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে জসিম উদ্দিন জয় নামের অটোরিক্সা চালক বন্ধুকে গলা কেটে হত্যা করে অপর তিন বন্ধু কর্তৃক ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে জয়কে জবাই করার কাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নাটোর জেলার আহমদপুরে অবস্থিত আসামী জসিমের ভগ্নিপতির বাড়ি থেকে অটোরিক্সাটি উদ্ধার করে রাজশাহীর শাহমখদুম থানা পুলিশের একটি দল। তবে তারা পলাতক থাকায় তাদের আটক করতে পারেনি পুলিশ। অটোরিক্সাটি নিয়ে নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার
অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ছিনতাই হওয়া অটোরিক্সাটি নাটোরের আহমদপুরে অবস্থিত আসামী জসিমের ভগ্নিপতির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তারা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। এদিকে, রাজশাহীর গোদাগাড়ী থেকে জয়কে জবাই করার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু জানানো হবে। উল্লেখ্য, চলতি মাসের ৭ তারিখ জয় বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। তার প্রেক্ষিতে
পুলিশ তার দুই বন্ধুকে আটক করে হত্যার বিষয়টি জানতে পেরে লাশ উদ্ধার করে। হত্যার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আরফান আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তার হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন শেষে আসামী জসিমের খামারে আগুন লাগিয়ে দেয় এলাকাবাসী।
খবর ২৪ ঘণ্টা/আর