রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে টাকাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদীর মোড় নদীর ধার এলাকা থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ প্যাকেট তাস ও নগদ ৬ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদিরমোড় নদীর ধার গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে নুরুল ইসলাম (৫০), মৃত আঃ কুদ্দুসের ছেলে আঃ সালাম (৫৫), মৃত আমির হোসেনের ছেলে আসির উদ্দিন (৫০) ও মৃত সাবের মিস্ত্রির ছেলে রুহুল আমিন (৪০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর