রাজশাহী মহানগরীতে নারীর আর্থিক অসহায়ত্বকে কাজে লাগিয়ে চাকুরি দেয়ার কথা বলে অসামাজিক কার্যকলাপের প্রস্তাব ও প্রলোভন দেয়ার অভিযোগে নারী ও পুরুসহ ৬ জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো, মিজানুর রহমান (৩০), মিনারুল ইসলাম (৩২), শ্রী লক্ষীকান্ত বর্মন (৩৯), মৌসুমি (২২), সেতু (২২), সুমি (২০)।
পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে শাপলা (২১) (ছদ্মনাম) নামের এক নারী মৌখিক ভাবে অভিযোগ করে বলে তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। একটি চাকুরি খুঁজছিলো। এ সময় তার পূর্ব পরিচিত টুটুল (৪০) আর্থিক অসহায়ত্বের সুযোগে তাকে একটি প্রসিদ্ধ হোটেলে রিসিপসনে চাকুরি দেয়ার প্রলোভন দেয় ও বিভিন্ন সময়ে মোবাইলে যোগাযোগ করতে থাকে। আসামীর কথামতো তিনি ১৭ সেপ্টেম্বর গণকপাড়া মাজেদিয়া শপিং সেন্টার সংলগ্ন আশ্রয় নামক আবাসিক হোটেলে গেলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অপর আসামী টুটুল (৪০) সহ আরো অনেকজন তাকে তার ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের প্রস্তাব ও প্রলোভন দেয়। সে রাজী না হওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেখাতে থাকে। অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল শুক্রবার বিকেলে শাপলা (২১) (ছদ্মনাম) নামের সেই নারীকে সাথে নিয়ে গণকপাড়া মাজেদিয়া শপিং সেন্টার সংলগ্ন আবাসিক হোটেল আশ্রয়ের একটি কক্ষে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ ৬ জনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। কক্ষের মালামাল জব্দ করা হয়। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর