নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে চলন্ত ট্রেনের নিচে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার হাড়–পুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর টুলটুলিপাড়া মোড় সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের নিচে আত্মহত্যাকারী ওই নারী মঙ্গলবার সকাল থেকেই ওই স্থানে বসে ছিল। স্থানীয়রা তার সাথে কথাও বলেন।
এরপর সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী থেকে আমনুরাগামী কমিউটার ট্রেন আসলে ওই নারী দৌড়ে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়েন। এতে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায় ও মগজ বের হয়ে তার মৃত্যু হয়। পরে লোকজন গিয়ে লাশটি ঢেকে দেন। খবর পেয়ে তার ছেলে ও অন্যান্য স্বজনরা তার লাশের পাশে গিয়ে কান্নাকাটি শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি রেল লাইনের ধারেই পড়ে ছিল।
খবর ২৪ ঘণ্টা/আরএস