নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রার পরিমাণ কমছে। এতে রাজশাহী মহানগরসহ আশেপাশের জেলা ও উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষ ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন। সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছেন ছিন্নমূল মানুষ। শীতের সময় তারা গরম পোশাক না পাওয়ায় কষ্ট পাচ্ছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে সুর্যের দেখা মেলেনি। তবে সকাল ৯টার পর রাজশাহীতে সূর্য উঠলে তাপমাত্রা বাড়তে থাকে। মানুষজনও ঘরের বাইরে বের হতে শুরু করে। তাপমাত্রা কমায় কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার মানুষ। তবে সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়েছেন ছিন্নমূল ও সাধারণ খেটে খাওয়া মানুষ। তবে সূর্য উঠায় কিছুটা রক্ষা
পায় এ এলাকার মানুষ। তাপমাত্রার পরিমাণ আরো নিচে নামতে পারে। রাজশাহীর উপর তীব্র শৈত্য প্রবাহ বয়ে চলছে। বেশি শীত পড়ার কারণে রাজশাহীতে শিশু ও বয়স্করা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শিশুরা নিউমোনিয়া ও জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ও বয়স্করা শ্বাষকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে শীতজনিত রোগে ভর্তি রোগীর পরিমাণ বেড়েই চলছে বলে সূত্রে জানা গেছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল
৯৫ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৭৪ শতাংশ। তাপমাত্রার পরিমাণ আরো কমতে পারে। আবহাওয়া অফিস আরো জানায়, তাপমাত্রা সাধারণত ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে বলা হয় মৃদু শৈতপ্রবাহ, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে বলা হয় মাঝারি শৈতপ্রবাহ, তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসেবে রাজশাহীতে এখন তীব্র শৈত্য প্রবাহ চলছে।
খবর ২৪ ঘণ্টা/আর