নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মহানগরীতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফাহিমা বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ নগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকার ১ নং সেক্টরের বাসিন্দা। রোববার রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। জানা গেছে, রোববার রাতে ওই বাড়ির লোকজন জানালা দিয়ে ফ্যানের সাথে গৃহবধূ ফাহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন ও এসআই শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এ রিপোর্ট
লেখা পর্যন্ত লাশটি নিয়ে তারা ওই বাড়িতেই ছিলেন। তার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি আত্মহত্যা করেছেন কি তাকে হত্যা করা হয়েছে তানা যায়নি। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার এসআই শাহিনুর বলেন, ঘরের মধ্যে ফ্যানের সাথে গৃহবধূর লাশ ঝুলে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এখনো আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আর/এস